কাপ্তাই হ্রদ


কাপ্তাই হ্রদ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙামাটি জেলার একটি কৃত্রিম হ্রদ। কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য ১৯৫৬ সালে কর্ণফুলি নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করা হলে রাঙামাটি জেলার ৫৪ হাজার একর কৃষি জমি ডুবে যায় এবং এ হ্রদের সৃষ্টি হয়। কাপ্তাই লেককে ঘিরেই মূলত রাঙামাটি জেলার পর্যটন শিল্প গড়ে উঠেছে। এই লেকের উপর রয়েছে বিখ্যাত ঝুলন্ত ব্রীজ। লেকের দুই ধারই পাহাড়-টিলা দিয়ে ঘেরা। ট্রলার ভাড়া করে লেকে ভ্রমণ করা যায়। ট্রলারে করে যাওয়া যায় শুভলং জলপ্রপাতে। লেকের পাড়ে রয়েছে নতুন চাকমা রাজবাড়ি ও বৌদ্ধ মন্দির। পুরাতন চাকমা রাজবাড়ি কাপ্তাই বাঁধ নির্মানের সময় লেকে তলিয়ে যায়। রাজবন বিহার বাংলাদেশে বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তম বিহার রাঙামাটি শহরের অদূরেই অবস্থিত, যা পূণার্থী এবং দর্শনার্থীদের অন্যতম আর্কষনীয় স্থান।





যা দেখবেনঃ [আপডেট এর কাজ চলছে]

সাজেক সফরের উপায়ঃ [আপডেট এর কাজ চলছে]

যেখানে থাকবেনঃ [আপডেট এর কাজ চলছে]

খাবার হোটেলঃ [আপডেট এর কাজ চলছে]

কাপ্তাই এর কাছাকাছি দর্শনীয় স্থানগুলো
২। হাজাছড়া ঝর্ণা।
৩। কংলাংক পাহাড়।
কাপ্তাই হ্রদ কাপ্তাই হ্রদ Reviewed by Tottho Projukti on December 10, 2019 Rating: 5
Powered by Blogger.