বলিয়াদী জমিদার বাড়ী

বলিয়াদী জমিদার বাড়ীঃ (কালিয়াকৈর উপজেলা, গাজীপুর জেলা)

বলিয়াদী জমিদার বাড়িটি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বলিয়াদী ইউনিয়নে অবস্থিত। এটি বাংলাদেশের প্রাচীনতম জমিদার বাড়ী এবং  অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থাপনার মধ্যে একটি।


বলিয়াদী জমিদার বাড়ীর প্রধান
বলিয়াদী জমিদার বাড়ী
ছবিঃ মুহাম্মদ খলিলুর কাদেরী
বলিয়াদী জমিদার বাড়ীর সংক্ষিপ্ত ইতিহাসঃ-
ইসলাম জগতের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিকী (রাঃ) বংশধর বলিয়াদী নবাব কুতুব উদ্দিন সিদ্দিকীর পুত্র সাদ উদ্দিন সিদ্দিকী বলিয়াদী এস্টেটের প্রথম কর্ণধর ছিলেন। বর্তমান বলিয়াদী এস্টেটের মোতওয়াল্লী চৌধুরী তানভীর আহম্মদ সিদ্দিকী। মুঘল সম্রাট জাহাঙ্গীর ১৬১২ খৃস্টাব্দে বলিয়াদী এস্টেট প্রতিষ্ঠা করেন। বর্তমানে এই ঐতিহ্যবাহী কালিয়াকৈর বলিয়াদী এস্টেটের জমিদার চৌধুরী তানভীর আহম্মদ সিদ্দিকী। তানভীর আহম্মদ সিদ্দিকী খলিফা আবু বকর সিদ্দিকীর ৩৭তম বংশধর। (তথ্য সুত্র-দৈনিক সংগ্রাম)


বলিয়াদী জমিদার বাড়ীর আরো ইতিহাস
১৫২টি মৌজায় ৩২৭৮ জন মানুষ নিয়ে পত্তন হয় বলিয়াদী জমিদার এর। এই বলিয়াদী এস্টেটের প্রশাসক ছিলেন খলিফা আবু বকর সিদ্দিকীর বংশধর। চতুর্থ পুরুষ কাশেম সিদ্দিকী থেকে পঞ্চদশ পুরুষ শাহাব উদ্দিন সিদ্দিকী পর্যন্ত এই পরিবার তুরস্কে বসবাস করতেন। ষোড়শ ও সপ্তদশ পুরুষ যথাক্রমে নিজাম উদ্দিন সিদ্দিকী ও জহির উদ্দিন সিদ্দিকী উত্তর ভারতে বসতি স্থাপন করেন। অষ্টাদশ পুরুষ শাহ কুতুব উদ্দিন সিদ্দিকী যিনি ইতিহাসে নবাব কুতুব উদ্দিন খান কোকালতাস বা কুকু ওরফে শেখ কোবান নামে পরিচিত। যিনি মুঘল সম্রাট মহামতি আকবরের পালিত পুত্র এবং দিল্লী রাজদরবারে উচ্চপদস্থ কর্মচারী। ইতিহাসে খ্যাত সুবাদার ইসলাম খানের অব্যবহিত পূর্বে সম্রাট জাহাঙ্গীরকর্তৃক তিনি বাংলার সুবাদার নিযুক্ত হয়েছিলেন।
এরপর ১৬০৭ খ্রিষ্টাব্দে তিনি বর্ধমানে শেখ আফগান কর্তৃক নিহত হন। তার পুত্র উনবিংশ তিন পুরুষ সাদ উদ্দিন সিদ্দিকী জাহাঙ্গীর নগর (বর্তমান ঢকা) সুবাদার ইসলাম খানের নির্দেশে সেনাবাহিনীর সর্বাধিনায়ক সুজাত খানের সাথে বিদ্রোহী আফগান ওসমান খানের দমনের উদ্দেশ্যে প্রেরিত হন। সাদ উদ্দিন সিদ্দিকী উক্ত অভিযানে অসামান্য কৃতিত্ব প্রদর্শন করেন। পুরস্কার স্বরূপ সম্রাট জাহাঙ্গীর তাকে চন্দ্র প্রতাপ, আমিনাবাদ এবং তালেবাবাদ এই তিন পরগনার জায়গীর দারী প্রদান করেন (১৬১২ খ্রিষ্টাব্দে)। তিনি তালেবাবাদ পরগনার অন্তর্গত পুলখার গ্রামে বসতি স্থাপন করেন। ত্রিশতম পুরুষ চৌধুরী আব্দুল ওয়াজেদ সিদ্দিকীর জীবনকাল পর্যন্ত উক্ত পরিবার পুলখার গ্রামে বসবাস করেন।
৩১তম পুরুষ চৌধুরী নাজেম উদ্দিন হোসেন সিদ্দিকী তালেবাবাদ পরগনার বলিয়াদী গ্রামে নতুন নিবাস স্থাপন করেন। তখন থেকে উক্ত পরিবার বলিয়াদীতে বসতি স্থাপন করেন। বাংলাদেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী বলিয়াদী জমিদার পরিবার সর্বত্র বলিয়াদী সিদ্দিকী পরিবার হিসাবে পরিচিত। মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময় থেকে আজ পর্যন্ত এই পরিবার তাদের ঐতিহ্য বজায় রেখে তালেবাবাদ পরগনায় ও দেশের অন্যান্য স্থানে এবং বিদেশে বসবাস করছেন।
বলিয়াদী এস্টেট মুঘল সম্রাট জাহাঙ্গীর ফরমান বলে প্রতিষ্ঠিত হয়। ১৬১২ খ্রিষ্টাব্দে বলিয়াদী এস্টেটে অন্তর্ভুক্ত ছিল সমগ্র কালিয়াকৈর থানা। কালিয়াকৈর থানার লোক সংখ্যা ছিল ৩২৭৮ জন। বাংলাদেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী এই এস্টেট আজও তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বলিয়াদী নবাব কুতুব উদ্দিন সিদ্দিকীর পুত্র সাদ উদ্দিন সিদ্দিকী বলিয়াদী এস্টেটের প্রথম কর্ণধর ছিলেন। ৩৫ তম বংশধর খান বাহাদুর চৌধুরী কাজেম উদ্দিন আহম্মদ ১৯২৩ সালের ২ জুন ইংল্যান্ডের রাজার জন্মদিন উপলক্ষে খান বাহাদুর উপাদী লাভ করেন। তিনি ১৯০৫ সালে আসাম বেঙ্গল মুসলীম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। চৌধুরী কাজেম উদ্দিন আহম্মদ সিদ্দিকীর একমাত্র সন্তান চৌধুরী লাবিব উদ্দিন আহম্মদ সিদ্দিকী। ৩৬ তম বংশধর খান বাহাদুর চৌধুরী লাবিব উদ্দিন আহম্মদ সিদ্দিকী ১৯৪৫ সালে ইংল্যান্ডের রাজার দেয়া প্রদত্ত খান বাহাদুর উপাধি লাভ করেন। তার তিন পুত্র চৌধুরী তানভীর আহম্মদ সিদ্দিকী, চৌধুরী দবির উদ্দিন আহম্মদ সিদ্দিকী ও চৌধুরী রকিব উদ্দিন আহম্মদ সিদ্দিকী। এবং তার আরও তিন কন্যা রয়েছেন।
বর্তমান অবস্থা
বর্তমানে ঐতিহ্যবাহী বলিয়াদী জমিদার বাড়ির এস্টেটের জমিদার চৌধুরী তানভীর আহম্মদ সিদ্দিকী। ৩৭ তম এই বংশধর চৌধুরী তানভীর আহম্মদ সিদ্দিকী ১৯৩৯ সালের ১৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। পিতার পর ১৯৫৭ সালের ৫ মে তিনি ১৮ বছর বয়সে এই ঐতিহ্যবাহী বিশাল বলিয়াদী এস্টেটের দায়িত্ব গ্রহণ করেন। তিনি ১৯৮০ সালে ২৬ এপ্রিল থেকে ১৯৮১ সালের ৭ নভেম্বর পর্যন্ত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রিসভার বাণিজ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
★জমিদার বাড়িটির অবস্থানঃ 
কালিয়াকৈর বাজার থেকে মাত্র ২ কিলোমিটার দক্ষিণে পরগনা তালেবাবাদ এলাকায় বলিয়াদী জমিদার বাড়ী অবস্থিত। বলিয়াদী ইউনিয়ন, কালিয়াকৈর উপজেলা, গাজীপুর জেলা।
উইকি ম্যপে দেখুন জমিদার বাড়ির অবস্থানঃ http://bit.ly/boliadi

আরো কিছু ছবি
বাড়িটির ২ সাইটের ২ টি ছবি একসাথে
বাড়িটির বারান্দা (ডান পাশ থেকে)
বলিয়াদী জমিদার বাড়ীর সদর দপ্তর এবং গেইট
(ডান পাশে গেট)
বলিয়াদী জমিদার বাড়ীর মসজিদ
(এই মসজিদের নামেেই বাড়িটি ওয়াকফ করে দেয়া হয়েছে)
ছবিঃ রিপন আহমেদ
বংশধরদের কবরস্থান
★ যাওয়ার ব্যবস্থা-
ঢাকা বা যেকোন স্থান থেকে থেকে ঢাকা- টাঙ্গাইল-সাভার রোড/ বাইপাস/ চন্দ্রা অথবা কালিয়াকৈর বাইপাস। ঢাকা থকে ভাড়া ৫০-৭০ টাকা। সাভার থেকে বাইপাস ভাড়া ৩০/৪০... এরপর রিক্সা ,সিএনজি অটো বা টেম্পুতে সরাসারি বলিয়াদি জমিদার বাড়ি।
কাছাকাছি দর্শনীয় স্থানগুলো
১। শ্রীফলতলী জমিদার বাড়ি। 
    বলিয়াদি জমিদার বাড়ি হতে ২কিঃমি দুরে অবস্থিত।

এই দুইটি জমিদার বাড়ি কোনটিই সরকারের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আওয়তাভুক্ত নয়, দাতব্য প্রতিষ্ঠানের নামে ওয়াকফ থাকার কারণে বাড়ি দুটি সরকারি আওতায় নিতে পারেনি। তাদের বংশধরাই এগুলোর বর্তমান মালিক। 

বলিয়াদী জমিদার বাড়ী বলিয়াদী জমিদার বাড়ী Reviewed by Tottho Projukti on December 22, 2019 Rating: 5
Powered by Blogger.