বিরিশিরি, দূর্গাপুর, নেত্রকোনা- সফর গাইড

বিরিশিরি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ঐতিহ্যবাহী একটি গ্রাম। শুরুতে এটি ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত থাকলেও দুর্গাপুর পৌরসভা হওয়ার সাথে সাথে সদরের পার্শ্ববর্তী হওয়ায় গ্রামটিকে ওয়ার্ড হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। ইংরেজ শাসন আমলে স্থাপিত শত বছরের পুরনো বয়েজ ও গালর্স হাই স্কুল, সরকারী কালচারাল একাডেমী, সোমেশ্বরী নদী, সাগর দিঘী, দুর্গাপুর রাজবাড়ী, পুরাকীর্তি নিদর্শন মঠগড়, মনোরম প্রাকৃতিক পরিবেশ আর দর্শনীয় স্থানগুলোর কারনে পর্যটকদের কাছে এটির যথেষ্ট সুনাম আছে। স্থানিয় অধিবাসীদের ৬০ ভাগ গারো আদিবাসী ৩০ ভাগ মুসলিম, বাকি ১০ ভাগ হিন্দু ও অন্যান্য জনগোষ্ঠী।
এখানে বাসস্ট্যান্ড থাকায় এটি সারাদেশ ব্যাপী একটি পরিচিত নাম । অনেকে বিরিশিরিকে দুর্গাপুর শহর থেকে আলাদা মনে করেন। কিন্তু বিরিশিরি দুর্গাপুর পৌরসভার একটি ওয়ার্ড । সোমেশ্বরী নদীই দুর্গাপুর ও বিরিশরিকে আলাদা করেছে।

বিরিশিরি এর কিছু ‍চিত্র







কিভাবে যাবেনঃ এটি এমন একটি যায়হা যেখানে রাত্রি যাপন করার হোটেল নেই। কেউ যদি অনেক দূর থেকে আসেন এবং রাত্রি যাপন করার প্রয়োজন হয় তবে শহর এলাকায় যেকোন হোটেলে উঠতে হবে।
আপনি যে স্থানেই ভ্রমণ করতে যান না কেন আপনাকে বিরিশিরি বাস্টট্যান্ড এ আগে নামতে হবে। এরপর সোমেশ্বরী নদী পার হতে হবে নৌকা কিংবা ঢাল সময়ে সাকু দিয়ে। এরপর নদীর ওইপার থেকে অটো পাওয়া যায়। অট ভাড়া করা যায় সারাদিনের জন্য কিংবা নির্দিষ্ট স্পটে যাওয়ার জন্য।

দেখার জন্য প্রধান আকর্ষণীয় যায়গাগুলোর মধ্যে রয়েছেঃ বিজয়পুর জিরো পয়েন্ট এবং এর আশেপাশে রয়েছে বিজয়পুর ক্যাম্প এবং কমলার পাহাড়। এরপরে সাদা মাটির পাহাড়। এবং আর আশেপাশের লেক ঘুরাঘুরি।

ছবি ও তথ্যঃ রিপনখলিল

বিরিশিরি, দূর্গাপুর, নেত্রকোনা- সফর গাইড বিরিশিরি, দূর্গাপুর, নেত্রকোনা- সফর গাইড Reviewed by Tottho Projukti on December 09, 2019 Rating: 5
Powered by Blogger.